METHI-AD মেথি-এডি

উপাদানঃ প্রতি ১ কেজিতে রয়েছে-

ভিটামিন এ ১০,০০০,০০০ আই.ইউ.

ভিটামিন ডিও ২০০,০০০ আ.ইউ.

ভিটামিন ই ১,০০০ মি.গ্রাম

মিথিওনিন ই ১,৫০০ মি.গ্রাম

ভিটামিন বি, ২০০ মি.গ্রাম

ভিটামিন বি, ২০০ মি.গ্রাম

ভিটামিন পিপি ২০০ মি.গ্রাম

ব্যাসিলাস সাবটিলিস ১*১০ সি.এফ.ইউ

আয়রন সালফেট ৩৬০-৪৪০ মি.গ্রাম

কপার সালফেট ৯০-১১০ মি.গ্রাম

এক্সসিপিয়েন্ট Q.S.

ব্যবহার ক্ষেত্র: প্রোবায়োটিক, ভিটামিন, মিনারেলস এর সমন্ধয়ে প্রস্তুতকৃত মেথি-এডি গবাদি প্রাণী, মুরগী, হাঁস, ইত্যাদির দৈহিক বৃদ্ধি নিশ্চিত, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়রিয়াজনিত বিভিন্ন ভিটামিনের অভাব দূর করে। মুরগীকে অস্ত্রের বিভিন্ন রোগ হতে দূরে রাখতে সহায়তা করে। ব্রুডিং এর সময় ব্যবহার করলে মুরগীতে ভাল ফলাফল পাওয়া যায়।
মাত্রা ও প্রয়োগবিধিঃ

১ গ্রাম প্রতি ১ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।

সরবরাহঃ ১ বক্স (২০ গ্রাম x ৩০ পিস)।